অন্ত্র বা যকৃতের মতো মানুষের মস্তিষ্কেও পরজীবী বা কৃমি সংক্রমণ হয়। উন্নত দেশে বিরল হলেও উন্নয়নশীল দেশে এখনো এই সমস্যার প্রাদুর্ভাব আছে। এর মধ্যে সিস্টিসারকোসিস, হাইটাডিট ডিজিজ ও টক্সোপ্লাজমোসিস নামের তিন ধরনের পরজীবীসংক্রান্ত সমস্যা বেশি দেখা যায়। সাধারণত সংক্রমিত পশু যেমন: কুকুর, বেড়াল, শূকর, ভেড়া ইত্যাদির মাধ্যমে সংক্রমিত কাঁচা খাবার, কাঁচা দুধ, অর্ধসিদ্ধ মাংস, কাঁচা ডিম ইত্যাদি থেকে মানুষের দেহে এসব পরজীবীর প্রবেশ ঘটে। টকসোপ্লাজমা আক্রান্ত মায়ের বুকের দুধ খেলে বা গর্ভজাত সন্তানেরও...

